Thursday 4 April 2013

তোমাকে অভিবাদন প্রিয়তমা



ভয় নেই
আমি এমন ব্যবস্থা করবো যাতে সেনাবাহিনী
গোলাপের গুচ্ছ কাধে নিয়ে
মার্চপাস্ট করে চলে যাবে
এবং স্যালুট করবে
কেবল তোমাকে,প্রিয়তমা।

ভয় নেই,আমি এমন ব্যবস্থা করবো
বন-বাদাড় ডিঙিয়ে
কাটাতার,ব্যারিকেড পার হেয়ে,অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে
আর্মড-কার গুলি এসে দাঁড়াবে
ভায়োলিন বোঝাই করে
কেবল তোমারি দোরগোড়ায়,প্রিয়তমা।
ভয় নেই,আমি এমন ব্যবস্থা করবো-
এমন ব্যবস্থা করবো
বি-৫২ আর মিগ-২১ গুলো
মাথার উপর গোঁ গোঁ করবে।
ভয় নেই,আমি এমন ব্যবস্থা করবো
চকলেট,টফি আর লজেন্সগুলো
প্যারাট্রুপারদের মতো ঝোরে পড়বে
কেবল তোমার উঠোনে,প্রিয়তমা।
ভয় নেই,ভয় নেই
ভয় নেই... আমি এমন ব্যবস্থা করবো
একজন কবি কমান্ড করলে বঙ্গোপসাগরের সবগুলি রণতরী
এবং আসন্ন সমরমন্ত্রির প্রতিযোগিতাই
সবগুলি গন ভোট পাবেন একজন প্রেমিক,প্রিয়তমা।
সংঘর্ষের সব সম্ভাবনা,ঠিক জেনো,শেষ হয়ে যাবে-
আমি এমন ব্যবস্থা করবো,একজন গায়ক
অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন
সীমান্তের ট্রেঞ্চগুলোয় পাহারা দেবে সারাটা বৎসর
লাল নীল সোনালী মাছ-
ভালোবাসাই চোরাচালান ছাড়া সবকিছু নিষিদ্ধ হয়ে যাবে,প্রিয়তমা।

ভয় নেই
আমি এমন ব্যবস্থা করবো মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে
শিল্পোত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন
আমি এমন ব্যবস্থা করবো গনরোষের বদলে
গনচুম্বনের ভয়ে
হন্তারকের হাত থেকে পড়ে যাবে ছুরি,প্রিয়তমা
ভয় নেই
ভয় নেই,আমি এমন ব্যবস্থা করবো
অ্যার্কডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে,
ভয় নেই,আমি এমন ব্যবস্থা করবো
স্টেটব্যাংকে গিয়ে
গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত চার লক্ষ টাকা পাওয়া যাবে
একটি বেলফুল দিলে চারটি কার্ডিগান।
ভয় নেই,ভয় নেই
ভয় নেই
ভয় নেই,আমি এমন ব্যবস্থা করবো
নৌ,বিমান আর পদাতিক বাহিনী
কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে ঘিরে
নিশিদিন অভিবাদন করবে,প্রিয়তমা।

                   .....শহীদ কাদরী